আইফোনের ডিজাইন নকল করায় স্যামসাংয়ের জরিমানা

0

তথ্য ও প্রযুক্তি, সিটি নিউজ :: স্মার্টফোনের বাজারে দাপিয়ে বেড়াচ্ছে অ্যাপল আর স্যামসাং ব্রাণ্ড। কারো প্রিয় স্যামসাং তো কারো প্রিয় অ্যাপল এর ফোন। তবে, অ্যাপলের স্মার্টফোন নিতে টাকার অংকটা কিছুটা বেশি গুণতে হয়। তার মানে স্যামসাংও যে কম দামের বিষয়টি তা নয়। কিন্তু স্যামসাং এর ফোন যেগুলো সর্বনিম্ম থেকে শুরু তা সাধারণ মানুষের ক্ষমতার ভেতরে।

ইউএসএ টুডের খবর অনুযায়ী, অ্যাপলের নিজস্ব ফোন আইফোনের ডিজাইন নকল করায় স্যামসাংয়ের ৫৩৯ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

এই জরিমানার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার এক বিচারক।

ডিজাইন নকল করায় অ্যাপল ১ বিলিয়ন ডলার চেয়েছিল। আর দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং ২৮ মিলিয়ন ডলার দিতে রাজি ছিল।

শুধু নকশা নয়, আইফোনের ফ্রন্ট ফেসিং রিম, আইওএসের হোম স্ক্রিনের নকশাও নকল করেছে স্যামসাং। এ জন্য  ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে ২০১১ সালে মামলা করে অ্যাপল। ২০১২-তে যা কমে হয়েছিল ১ বিলিয়ন মার্কিন ডলার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.