স্যাটেলাইটের মালিকানা নিয়ে বিএনপির প্রশ্ন লজ্জাজনকঃ প্রধানমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাটেলাইটের মালিকানা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিক বাংলাদেশ, বাংলাদেশের জনগনের। স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশেও আজ বাংলাদেশের পতাকা উড়ছে।

আজ বুধবার (৬ জুন) দশম জাতীয় সংসদের ২১তম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন,স্যাটেলাইট পৃথিবীর বহু দেশ অনেক আগে উৎক্ষেপণ করেছে। কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে কখনো চিন্তাই করেনি,যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে, আমরা এটা করেছি।

শেখ হাসিনা বলেন, যেহেতু একটা স্যাটেলাইটের আয়ুষ্কাল থাকে ১৫ বছর। এটা বানাতেও সময় লাগে। কোনো জিনিস ৫-৬ বছর ব্যবহার করার পর আয়ুষ্কাল ক্ষয় হয়। তাই কোনো সমস্যা যাতে সৃষ্টি না সেটা মাথায় রেখেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কাজ করার এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এটার সময় শেষ হলে তৃতীয়টির কাজ শুরু হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, এখন স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইট আমরা পাঠিয়েছি। এখন দেখি বিশ্বে আবার নতুন আরেকটা কি যুগ আসে। আমরা সেদিকেও যাব।

উল্লেখ্য, গত ১১ মে বাংলাদেশ সময় দিবাগত রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। মহাকাশে স্যাটেলাইটের প্রকৃত সময় পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ১১৯ দশমিক ১৩ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.