পাকিস্তানের পর ভারতও কুপোকাত

0

সিটি নিউজ, ক্রীড়া ডেস্কঃ বাঙালি নারী কিক্রেট দলের হাতে পাকিস্তানের পর ভারতও আজ কুপোকাত হলো। তুলনামূলক দুর্বল শ্রীলংকার বিপক্ষে বিব্রতকর হার দিয়ে নারী এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ম্যাচে নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে ভুল করেনি সালমা-রোমানারা। নিজেদের পরের দুই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা।

গত সোমবার পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর, আজ বুধবারও একই ব্যবধানে প্রতিবেশী দেশ ভারতকে হারাল সালমা খাতুনের নেতৃত্বাধীন দল। ফাইনাল খেলার যে স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিল নারী দল তা এখন দূরের বাতিঘর নয়। ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে তারা।

কুয়ালালামপুরের কিনরারা ওভাল মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। রোমানা আহমেদ-সালমা খাতুনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত বিশ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান করতে সক্ষম হয় ভারতের নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন হারমানপ্রিত কৌর। ৩২ রান আসে দীপ্তি শর্মার ব্যাট থেকে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দলীয় ২৯ রানে ব্যক্তিগত ১২ রানে বিদায় নেন ওপেনার আয়েশা রহমান। ১৬ রান পরে আরেক ওপেনার শামীমা সুলতানা বিদায় নিলেও ২৩ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৩৩ রানে দারুণ এক ইনিংস খেলেন তিনি।

মাঝে নিগার সুলতানা এসে উইকেটে থিতু হতে পারেননি। ব্যক্তিগত এক রানে প্যাভিলনে পথ ধরেন। কিন্তু চতুর্থ উইকেট জুটিতেই জয়ের ভিত গড়ে যায়। ৯৩ রানের জুটি গড়েন ফারজানা হক ও রুমানা আহমেদ।

৪৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫২ করে অপরাজিত থাকেন ফারজানা। আর ৩৪ বলে ৬টি চারের সাহায্যে ৪২ রানে হার না মানা ইনিংস খেলেন রুমানা।

বাংলাদেশের ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট নেন রোমানা। ৩ ওভার বল করে ২১ রান খরচায় ১টি উইকেট নেন সালমা। বাকি ৩ উইকেটই আসে রান আউটের মাধ্যমে।৭ জুন থাইল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.