চসিক’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট(যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

চসিক'র ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

অভিযানকালে খুলশী থানাধীন জাকির হোসেন রোডের গ্রোসার সুপার সপে পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদের তারিখ না থাকা, মেয়াদ উর্ত্তীণ পণ্য রাখা ও ধার্য্যকৃত মূল্য থেকে অধিক মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ টাকা এবং একই অভিযানে পাহাড়তলীস্থ ফুড প্লাজা রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত করার দায়ে এবং বিএসটিআই এর লাইসেন্স না করে পণ্যের গায়ে মানচিহ্ন ব্যবহার করার দায়ে ৫৭ হাজার টাকা সহ মোট ১ লক্ষ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে বিএসটিআই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.