“দুই একজন মরতেই পারে, কাউকে হত্যা করছি না”

0

সিটি নিউজ ডেস্ক :: অস্ত্র-মাদক এবং অবৈধ টাকা যেখানে রয়েছে সেখানে অভিযান চালাতে গিয়ে দুই একজন মরতেই পারে। তবে আমরা কাউকে হত্যা করছি না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (৯ জুন) ইস্কাটন গার্ডেনে মাদক বিরোধী গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি কাউকে হত্যা করা হয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা কাউকে হত্যা করছি না। আমাদের দেশ, তরুণ ও যুব সমাজকে বাঁচাতে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যে কোনো মূল্যে এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে।’

‘মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কারণ বাংলাদেশের মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করছেন’ বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘টেকনাফের কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশের কারাগারগুলোতে ৮৬ হাজার মাদক ব্যবসায়ী, বিক্রেতা, মাদক মামলার আসামি রয়েছেন। যা ধারণ অনেক বেশি। দেশে অবৈধ মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। আমরা বর্ডার সিলগালা করে দিয়েছি। সকল বাহিনীকে সতর্ক করা হয়েছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.