“ঈদের খুশি” এর উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে ফেসবুক ইভেন্ট “ঈদের খুশি” এর উদ্যোগে অসহায় শিশুদের ঈদের নতুন জামা দিয়ে আসছে রংধনু ফাউন্ডেশন। এবার ২০১৮ সালের চলতি বছরের ঈদকে কেন্দ্র করে পথশিশু এবং এতিমখানার মোট ২০১ জন শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন কাপড় কিনে বিতরণ করেছে সংগঠনটি । পথশিশুরা আগ্রাবাদের লাকী প্লাজা শপিং সেন্টার থেকে শপিং করেছে আর এতিমখানার শিশুদের পাঞ্জাবী বানিয়ে দেওয়া হয়েছে। রংধনু ফাউন্ডেশনের মূল লক্ষ্য অসহায় শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দেওয়া। তার জন্যেই ফেসবুক ইভেন্টের নাম ঈদের খুশি।

লাকী প্লাজা দোকান মালিক সমিতি এবং সিঙ্গাপুর-ব্যাংকক দোকান মালিক সমিতি সহযোগিতায় সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

৫ পর্বের এই সকল কার্যক্রমে উপস্থিত ছিলেন রংধনু ফাউন্ডেশনের মেম্বার মাহমুদুল হাসান,সাহাদাত হোসেন,মাহমুদুর রহমান,আরিফ জাওয়াদ,শাহবাজ হোসাইন,উম্মে হাফসা,দিলশাদ জাহান দিনা,তানিয়া সুলতানা,মিনহাজ ইবনে ফারুক, আকিব মোহাম্মদ আসিফ,তন্নী দাশ গুপ্তা,মাজহারুল হক,রাকিব আরমান,নুসরাত জাহান,নুসরাত হাসান,শারমিন আফরোজা,নূর উদ্দীন ইলিয়াস,এস এম সম্রাট,সাঈদ ইমরান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.