বিচার বহির্ভূত ও প্রহসনের বিচারে হত্যকান্ড তারাই শুরু করেছেঃ ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ ডেস্কঃ  বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার পর এদেশে যারা প্রহসনের বিচারের মাধ্যমে কয়েক হাজার সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে হত্যা করেছে তারই পরবর্তীতে বিচার বর্হিভূত হত্যকান্ডের সূত্রপাত ঘটায়।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, কর্ণেল তাহের এবং মেজর মঞ্জুর হোসাইনসহ সকল হত্যকান্ডের বিচার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। হত্যার রাজনীতি চিরতরে বন্ধ করার জননেত্রী শেখ হাসিনা সোচ্চার। যারা হত্যার রাজনীতি অতীতে করেছিল ভবিষ্যতে জনগণ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না।

আজ মঙ্গলবার ( ১২ জুন ) নগরীর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে সমবেত নারী পুরুষদের মাঝে ঈদ উপহার স্বরূপ শাড়ি, লুঙ্গি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ফরিদ মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারবর্গ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত নেতা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর জন্য বিশেষ মুনাজাত ও দোয়া কামনা করা হয়।

২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড ডি ইউনিট আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জয়নাল আবদীন এর সভাপতিত্বে ও যুবনেতা সাহেদুল ইসলাম সাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মো: বাবর, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ

নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ এর শিল্প ও বাণিজ্য সম্পাদক হুরে আরা বিউটি। আলোচনায় অংশ নেন যুবনেতা আশরাফুল গণি, মো: মুরাদ, অলিউর রহমান সোহেল, নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, চ.বি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন

২৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, মনজুর আলম রিমু, আনিসুর রহমান মামুন, যুবনেতা ইয়াছিন ভূইয়া, ছাত্রনেতা মাসুদ রানা নাজমুল, মো: ইমরান, মো: হুমায়ন, তানভির আহমেদ, আশরাফুল আলম ছিদ্দিকী, সরওয়ার জাহান নূর আদিব প্রমুখ। শেষে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ সম্মানিত নেতৃবৃন্দ সহ উপস্থিত নারী পুরুষের মাঝে ঈদ উপহারস্বরূপ শাড়ি, লুঙ্গি তুলে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.