রাজধানীর হাতিরঝিলের ফুটপাত ধ্বসে আহত-৪

0

সিটি নিউজ ডেস্ক :: রাজধানীর হাতিরঝিলের বাংলা মোটরের দিকের ফুটপাতের একটি অংশ ধ্বসে চারজন পথচারী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১২ জুন) সকাল পৌনে ৯টার দিকে বক্সকালভার্টের উপরের অংশটি পুরোটাই ধসে পড়ে।

ফুটপাতের ধসে যাওয়া অংশের সামনে দাঁড়িয়ে হাতিরঝিল প্রজেক্টের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার হায়দার আলী মেরামতের বিষয়ে আলাপ করছেন।

এসময় তিনি জানান, ধসে পড়া ফুটপাতের অংশটির নিচে ছিল ওয়াসার পানির পরিত্যক্ত পাইপলাইন। সেটাও ভেঙে নিচে পড়ে গেছে।

প্রধান সড়কের ফুটপাত রক্ষা পেলেও শুধু হাতিরঝিল অংশের ফুটপাত ধসে পড়েছে। কী কারণ এখনো স্পষ্ট নয়। আমরা ধসে পড়ার বিষয়টি ওয়াসা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানিয়েছে। খুব দ্রুতই এর মেরামতের কাজ করা হবে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার জানিয়েছেন, ফুটপাত ধসে পড়ার ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন। একজনের মাথা কেটে গেছে।

প্রত্যক্ষদর্শী ওয়াসার এক কর্মী বলেন, ফুটপাতের ওই জায়গার কিছু কিছু স্থানে আগেই দেবে গিয়েছিল। আজ হঠাৎ করে ওই জায়গা হুড়মুড় করে ধসে পড়ে। এ সময় সেখানে থাকা চার পথচারীও নিচে পড়ে যান।

সেখানকার পরিচ্ছন্নতায় নিয়োজিত এক কর্মী বলেন, তখন অফিস টাইম। হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল ফুটপাত। দৌড়ে কাছে যাই। দেখি নিচে ৪ জন পড়ে গেছে। ময়লা পানিতে একাকার সবাই। মই দিয়ে, রশি দিয়ে চারজনকে উপরে ওঠানো হয়।

পাশেই একজন পথচারী ওই ফুটপাত ব্যবহারে বাধা পেয়ে ফিরে এসে বলেন, ধসে পড়া অংশটি তো এমনি এমনি হঠাৎ করে পড়ে যায়নি। নিশ্চয় সমস্যা ছিল। আগেই যদি কর্তৃপক্ষ সচেতন হতো, তাহলে এত বড় ধস হতো না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.