নগরীতে ৪ জন টিকেট কালোবাজারী গ্রেফতার

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীতে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ জন রেলওয়ে টিকেট কালোবাজারীকে গ্রেফতার করে।

গতকাল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্ব ও সঙ্গীয় ফোর্সসহ সিএমপি‘র কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়স্থ নিউ মার্কেট এর সামনে আবুল বশর এর পেপারের দোকানের সামনে পৌঁছালে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীগন পালানোর চেষ্টা করে।

আসামীরা পালানোর সময় পুলিশ আসামী ১) মোঃ শাহ আলম (৪৮), পিতা-মৃত আমজাত হোসেন,মাতা-মৃত উজুফা বেগম, সাং-শ্রীপুর, বাহেরচর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-বালুচরা আবাসিক, শাহজাহান এর ভাড়াঘর, শিউলী পেট্রোল পাম্পের পার্শ্বে, ২নং ওয়ার্ড, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম,

২) প্রদীপ পাল (৪০), পিতা-হগ্রেন্দ্র পাল, মাতা-খুকি পাল, সাং-রাজানগর, পালপাড়া, পোঃ ধামাইরহাট, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বালুচরা, নতুন মসজিদ হিন্দুপাড়া, আলম এর ভাড়াটিয়া (নীচতলা), থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৩) মোঃ শাহ আলম প্রকাশ জামাই শাহ আলম (৩৬), পিতা-মোঃ আব্দুল মান্নান, মাতা-জরিনা বেগম, সাং-শাহেদাপুর, পোঃ-মক্রপুর, থানা-লাঙ্গলকোর্ট, জেলা-কুমিল্লা, বর্তমানে-পাহাড়তলী রেলওয়ে সরকারী কোয়ার্টার,টি/সি-৪, মাঈন উদ্দিন এর ভাড়াটিয়া, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম এবং

৪) মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ হাসান (৩৮),পিতা-আমান উল্লাহ পাটোয়ারী, মাতা-বেগম রোকেয়া, সাং-আখালিয়া, মধ্যমপাড়া, থানা-মাধবদি,জেলা-নরসিংদী, বর্তমানে-আরএস রোড, আলামিন বোডিং, ৬ষ্ঠ তলা (২৪নং রুম), ষ্টেশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম এবং তাদের হেফাজত থাকা ১৯টি টিকেট (৪৩টি আসন/সীট) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা টিকেট সমূহ রেলওয়ের বিভিন্ন কর্মচারীদের মাধ্যমে সংগ্রহ করেছে এবং নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক মূল্য বিক্রয় করে থাকে মর্মে স্বীকার করে। উল্লেখিত ঘটনার বিষয়ে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.