আওয়ামীলীগের টার্গেট নতুন প্রজন্মের ভোটার

0

জুবায়ের সিদ্দিকীঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের ভোটারদের টানতে তৎপরতা শুরু করেছে আওয়ামীলীগ। এ লক্ষ্যে বেশকিছু কর্মপরিকল্পনা নিয়ে দলের নিজস্ব গবেষনা সেল সেন্টার ফর রিচার্জ এন্ড ইনফরমেশন (সিআরআই) কার্যক্রম শুরু করেছে।

এ কাজে তদারকি করছেন শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি। এ কাজে সার্বিক সহায়তা দিচ্ছেন আওয়ামীলীগের শীর্ষ নেতারা। সিআরআই তরুণদের পছন্দ অপছন্দ জেনে নিতে গবেষনাও শুরু করেছে।

স্যোশাল মিডিয়া বান্ধব নতুন ভোটারদের টার্গেট করা হয়েছে। এ কারনে নতুন ভোটারদের দৃষ্টি আকর্ষন করতে পারে এমন কিছু বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার। তাদের কাছে টানতে নির্বাচনী ইশতেহারও আকর্ষনীয় কিছু ঘোষনা করবে আওয়ামীলীগ। এ লক্ষ্যে মিডিয়ার উপর গুরাত্বরোপ করে দলীয় ইশতেহার তুলে ধরে সব কেন্দ্রীয় নেতাকে ফেসবুক লাইভে আসতেও বলা হয়েছে।

অনুসন্ধান ও দলীয় সুত্র বলেছে, আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য এইচ টি ইমাম ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদেরকে নিয়ে বৈঠক করেছেন মুজিব সিদ্দিকী ববি। বৈঠকে তরুণ ও নতুন ভোটারদের আকৃষ্ট করাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.