চট্টগ্রামে সুমন হত্যা মামলার ১০ আসামী গ্রেফতার

0

সিটি নিউজ ডেস্কঃ হালিশহর থানার আলোচিত সুমন হত্যাকান্ডের ১০ আসামীসহ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও চোরাই মোবাইলসেট উদ্ধার করেছে। কমিশনারের নির্দেশে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের চৌকস অফিসারদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম মঙ্গলবার রাত ৯টা থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপতার করেছে বলে ডিবি সুত্র জানিয়েছেন।

জানা গেছে, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব এএএম হুমায়ুন কবির এর নেতৃত্বে কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক জনাব আফতাব হোসেন,

এসআই শিবেন বিশ্বাস, এসআই রাছিব খান, এসআই সঞ্জয় গুহ, হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এ.এম বদরুল কবির, এসআই মোঃ জমির উদ্দিন ও অফিসার ফোর্সের সহায়তায় হালিশহর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার ১০ (দশ) আসামী গ্রেফতার এবং তাদের কাছ থেকে নিহত সুমনের ব্যবহৃত দুইটি মোবাইল ও হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলোঃ মোঃ আল আমিন (১৬), পিতা-মোঃ শাহ আলম, সাং-পাতার হাট, সিকদার বাড়ি, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-আব্বাসপাড়া, জাহেদ কলোনী, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম,

মোঃ ফজলে রাব্বি (১৬), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-বসুরহাট, টেন্ডোল বাড়ি, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী, বর্তমানে-রোড নং-১, লেইন নং-০৬, বাসা-১৮ (শাহনাজ ইনচার্জের বাসা), থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, মোঃ আরমান (১৬), পিতা-নজরুল, সাং-ডিপকোর রজব আলীর বাড়ি, থানা-নেত্রকোনা, জেলা-নেত্রকোনা, বর্তমানে-রোড নং-০২, ব্লক-এ, খালেক মিয়ার বাড়ি, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম,

মোঃ মোস্তফা রবিন (১৮), পিতা-রকিবুল ইসলাম, সাং-গুরুই, সিকদার বাড়ি, থানা-নিকলি, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-রোড নং-১, লেইন নং-৪, ব্লক-এ, হুজুরের বাড়ি, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম,

মোঃ ফাহিম (১৮), পিতা-মোঃ আজগর, সাং-গুরুই, দক্ষিণ পাড়া, আইয়ুব আলীর বাড়ি, থানা-নিকলি, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-রোড নং-১, লেইন নং-১২, ব্লক-এ, কালামের বাড়ি, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, মোঃ রাহাত মোমেন (১৫), পিতা- মৃত মজিবুর মিয়া, সাং-গুরুই, দক্ষিণ পাড়া, থানা-নিকলি, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-রোড নং-১১, পাঁচকুড়ি কলোনী, ব্লক-এ, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম,

মোঃ জনি (১৫), পিতা-আব্দুর রউফ, সাং-মগধারা হেলিসা বাজার, আলাউদ্দিনের বাড়ি, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ব্লক-এ, বাস ষ্ট্যান্ড, মাজার গেইট, থানা- থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, মোঃ কামরুল হাসান (১৬), পিতা-মোঃ আবুল হাসেম, সাং-ভূসিপ পুর, ভূঁইয়া বাড়ি, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, বর্তমানে-রোড নং-২, লেইন নং-৭, ব্লক-আই, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম,

মোঃ ফয়সাল (১৭), পিতা-মোঃ জালাল মিয়া, সাং- পরমান্দপুর, পুকড়ি বাড়ি, থানা-সরাইল, জেলা-বি-বাড়িয়া, বর্তমানে-রোড নং-২, লেইন নং-৬, ব্লক-বি, উকিলের বাড়ি, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, মোঃ মিজান (১৭), পিতা-মোঃ মানিক, সাং-গুরই, বালুর মাঠ, থানা-নিকলি, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-রোড নং-২, লেইন নং-৪, ব্লক-এ, বাসা নং-১১, কেন্দ্রীয় জামে মসজিদ গলি, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম।

উল্লেখ্য, হালিশহর থানার মামলা নং-১৫ তারিখ ১৮/০৬/২০১৮ খ্রিঃ ধারা-৩৯৬ দঃ বিঃ সংক্রান্তে গত ১৭ জুন মোঃ সুমন (১৭) তার বন্ধু নুরুল আলম(১৭), পারভেজ মোঃ প্রান্ত(১৫) তিন জন মিলে বিকাল বেলা হালিশহর বিজিবি সিনেমা হলে ৬টার শো দেখতে যায়।

সিনেমা দেখা শেষ করে তারা বাড়ী আসার পথে সোয়া ৯টার দিকে হালিশহর থানাধীন আর্টিলারী ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর পৌঁছলে পূর্ব দিক হতে ১০/১২ জন কিশোর হঠাৎ করে এসে সুমনসহ তার অপর তিন জন বন্ধুকে ঘেরাও করে।

সুমন ও তার বন্ধুদের জোরপূর্বক রাস্তার একপাশে টেনে নিয়ে তাদের পকেট হতে মোবাইল ও টাকা পয়সা নেওয়ার চেষ্টাকালে এর প্রতিবাদ করলে গ্রেফতারকৃত আসামীগণ ছুরি বের করে প্রথমে ভয় দেখায় পরবর্তীতে সুমনের পায়ের রানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

এই সময় গ্রেফতারকৃত আসামীগণ সুমনের বন্ধু নুরুল আলম এর দুই পায়ের রানে ছুরি দিয়ে আঘাত করে তাদের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত সুমনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোঃ সুমনকে মৃত ঘোষণা করে।

মূলত আসামীরা হালিশহর এলাকায় গ্যাং আকারে ১০/১২ জনের গ্রুপে সংঘবদ্ধ হয়ে এলাকায় প্রভাব বিস্তার সহ ছিনতাই ও বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড করে থাকে বলে এলাকাবাসীরা জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.