নাশকতা মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কুমিল্লার নাশকতার এক মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। খারিজ করা হয়েছে রাষ্ট্রপক্ষের আপিল।

আজ মঙ্গলবার (২৬ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ রায়ের এই আদেশ দেন। এর আগে গতকাল সকাল আপিল শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ।

গত ২৮মে এই মামলায় বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ মে আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে দেন।

চার বছর আগে বিএনপির হরতাল-অবরোধের সময় কুমিল্লায় বাসে পেট্রোল দিয়ে আটজনকে হত্যার ঘটনায় বেগম জিয়াকে আসামি করে এই নাশকতার মামলাটি করে পুলিশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.