হালিশহরে জন্ডিস আক্রান্তদের পাশে ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহর ২৬নং ওয়ার্ডে পানিবাহিত রোগ-ব্যাধি থেকে বাঁচতে করণীয় প্রসঙ্গে এক সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, জন্ডিস প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন। বিশুদ্ধ পানি পান এবং ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে পানি ফুটিয়ে খান। ফিটকেরী বা পানি বিশুদ্ধকরণ টেবলেট ব্যবহার করুন। হোটেল, দোকান, ঘরের বাসি খাবার পরিহার করুন।

খোলা রাস্তার শরবত ও অস্বাস্থ্যকর খাদ্য বর্জন করুন। বাসার ছাদ ও মাটির নীচে পানির ট্যাংকি পরিস্কার-পরিচ্ছন্ন রাকুন। খাবার এবং মল ত্যাগের পূর্বে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। হাত বা শরীরের অঙ্গ পতঙ্গ পরিস্কার রাখতে হবে। বৃহত্তর হালিশহরে জন্ডিস মোকাবিলায় সরকার পাশে থাকবে। জেলা প্রশাসন, চট্টগ্রাম ওয়াসা, সিভিল সার্জন চট্টগ্রামকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে হালিশহর সচেতন ফোরাম এর উদ্যোগে জনসচেতনতামূলক এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন এমদাদুল করিম সৈকত। মো: মামদুদ এর পরিচালনায় আলোচনায় অংশ নেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম. আজিজ উল্লাহ, জনকল্যাণ সমিতির সভাপতি মোছাদ্দেক আহমেদ, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সম্পাদক ম-লীর সদস্য নারীনেত্রী হুরে আরা বিউটি, সমাজকর্মী বিশিষ্ট শিক্ষানুরাগী নাজিম উদ্দিন, কিউরেক্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান আল মামুন, নারীনেত্রী বিবি মরিয়ম মেরী, যুবনেতা আনিসুর রহমান মামুন, শাহেদুল ইসলাম শাহেদ। এসময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য এস.এম. সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, যুবনেতা ইয়াছিন ভূঁইয়া, ইমরান আলী রাজু, আলাউদ্দিন শিপু, মো: আলমগীর হোসেন, দিদারুল আলম, মিজানুর রহমান, সরওয়ার জাহান নুর রাজীব, বন্ধন সেন, তারেক আহমদ, এম.এ. জলিল প্রমুখ।

সভার শুরুতেই এলাকার তরুণ-যুব-ছাত্রদের উদ্যোগে হালিশহর ব্রীজ মোড় সংলগ্ন এলাকায় নেতৃবৃন্দ পানির ট্যাংকি পরিস্কার কার্যক্রম পরিদর্শন করেন। এসময় নেতৃবৃন্দ অর্ধশতাধিক জন্ডিস রোগে আক্রান্ত মানুষের খোঁজ-খবর নেন। শতাধিক রোগীর হাতে গ্লোকোজ, খাবার সেলাইন সহ ঔষধপত্র তুলে দেন। শেষে জন্ডিস মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে এলাকার তরুণ-যুব-ছাত্র সমাজকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.