টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর নিরাপত্তা

0

সিটিনিউজবিডি : রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলের টিকিট কালোবাজারি ঠেকাতে কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনসহ সারাদেশের সকল রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

এছাড়াও রেলস্টেশনে ভাসমান ফেরিওয়ালার আড়ালে অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে অভিযান শুরু হয়েছে। চিহ্নিত কালোবাজারি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘চিহ্নিত যদি কোনো কালোবাজারি থাকে দয়া করে আমাকে জানান। আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।’

বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে সাংবাদিকদের এক বিফ্রিংকালে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী আরো বলেন, ‘আসন্ন কোরবানির ঈদে ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।’

অজ্ঞান ও মলম পার্টি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রতিবছর কমলাপুর ও ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে অনেক যাত্রী অজ্ঞান ও মলম পার্টির কবলে পড়ে সবকিছুই হারিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা ফেরিওয়ালা সেজে কমলাপুর ও বিমানবন্দরসহ বিভিন্ন রেলস্টেশনে অবস্থান নিয়ে জুস, চানাচুরসহ বিভিন্ন ধরনের খাবার বিক্রির আড়ালে যাত্রীদের নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে তাদের মালামাল হাতিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে আমাদের রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরাও প্রস্তুত বয়েছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.