বরমা ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস

0

সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ১ জুলাই রোববার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিব’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ ফরিদুল আলম কুতুবী, অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডি (জিবি)’র সদস্য মোঃ আবুল ফয়েজ, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক খালেদুর রহমান, কম্পিউটার বিভাগের সিনিয়র প্রভাষক আনিসুল মালেক, সেক্রেটারিয়াল সায়েন্স বিভাগের সিনিয়র প্রভাষক মুবিনুর রহমান চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক সালমা আহসান ও জীববিদ্যা বিভাগের প্রভাষক মোঃ আবু তৈয়ব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিন্যান্স বিভাগের প্রভাষক আবুল মনসুর।

ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও দেশাত্মবোধ জাগিয়ে তুলতে হবে। তাদের দেশপ্রেমী, বই মনষ্ক ও অনুসন্ধানী হতে হবে এবং প্রকৃত ইতিহাস জানতে হবে। তারাই একদিন বড় হয়ে উন্নত জাতি ও বিশ্ব গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উচ্চ মাধ্যমিক শ্রেণির নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থীই নয়, তারা জাতি গড়ার সহায়কও। তাদেরকে অবশ্যই দেশের এবং কলেজের বিধান মেনে চলতে হবে। প্রকৃত অর্থে মানসম্মত জ্ঞান অর্জন করতে হবে। তারাই দেশকে সোনার বাংলা তথা ডিজিটাল বাংলাদেশ ও জাতিকে সুখী সমৃদ্ধশালী করার কাজে আত্মনিয়োগ করবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.