সরকার কর্মক্ষেত্রে মেধার বিকাশ চায় না: আমীর খসরু

0

সিটিনিউজ ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার কর্মক্ষেত্রে মেধার বিকাশ চায় না বলেই দেশব্যাপী ছাত্রদের কোটা সংস্কারের দাবি মানছে না।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ইয়ুথ ফোরাম ওই আলোচনাসভার আয়োজন করে।

আমীর খসরু বলেন, ‘কর্মক্ষোত্রে কোটা সংস্কারের দাবির মুখে দেশের গোটা ছাত্রসমাজ আজ একটি সন্ত্রাসী দলের চরম নির্যাতনের শিকার হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে এদের পরিচয় জাতীর সামনে তুলে ধরা উচিত।’

এ সময় বেগম জিয়ার মামলার বিষয়টিকে বিচারিক নয় দাবি করে তিনি এর জন্য সময় নষ্ট না করে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক ভাবে বিষয়টি মোকাবিলা করতে সবার প্রতি আহ্বান জানান।

প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সঞ্চালক মুহাম্মদ সাইদুর রহমান। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.