চট্টগ্রামে খোলা ম্যানহোলে শিশু, ভাগ্যক্রমে জীবন রক্ষা

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বারিক বিল্ডিং এলাকায় ম্যানহোল থেকে মোশারফ (১৩) নামে এক শিশুকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

আজ মঙ্গলবার ( ৩ জুলাই ) দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করা হয়। মোশারফ অাগ্রাবাদ কমার্স কলেজ এলাকার বাসিন্দা আব্দুর রবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আগ্রাবাদ গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় ম্যানহোলে পড়ে যান মো. মোশাররফ হোসেন। তাকে চিৎকার করতে দেখে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ২টা ২০ মিনিটের দিকে তাকে উদ্ধার করতে সমর্থ হন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আড়াইটার দিকে শিশটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি কিভাবে ম্যানহোলে পড়েছিল তা আমরা এখনও জানতে পারিনি।চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, সি এখন ডাক্তারের গভীর তত্বাবধানে রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.