টেস্টে বাংলাদেশের লজ্জাজনক ৪৩ রান!!

0

স্পোর্টস ডেস্কঃ সর্বনিম্ন রান সংগ্রহের লজ্জায় পড়েছে বাংলাদেশ দল।মাত্র ৪৩ রানে ১ম ইনিংস শেষ করেছে বাংলাদেশ টাইগাররা! ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগ থেকেই স্বাগতিকদের পেস আক্রমণ নিয়ে আশঙ্কা করা হয়েছিল। বাস্তবে সেটাই হয়েছে। মাত্র ৪৩ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে সাকিব বাহিনী। ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে লজ্জাজনক স্কোরে শেষ হয় প্রথম ইনিংস।

ওপেনার তামিম ইকবাল এবং মুমিনুল হক রানের খাতা খুলার সুযোগ পেলেও শূন্য রানে ফিরে গেলেন মুশফিকুর রহিম, অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

কেমার রোচের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এই সবকটি উইকেটই নিয়েছেন রোচ।

ইনিংসের পঞ্চম ওভারে কেমার রোচের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দেন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এদিন ১৫ রান করতে পারলে ৪ হাজার রানের মাইল ফলক স্পর্শ করার সুযোগ পেতেন তামিম। কিন্তু ফেরেন ৪ রান করে।

পরে এক রানে থাকা মুমিনুল হককে শাহি হোপের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান এই ডানহাতি।

নিজের পঞ্চম ওভারে শূন্য রানে থাকা মুশফিকুর রহিমকে এলবির ফাঁদে ফেলেন তিনি। একই ওভারের চতুর্থ বলে শূন্য রানে  অধিনায়ক সাকিব আল হাসানও ফেরেন। পরে ঐ ওভারেরই পঞ্চম বলে মাহমুদউল্লাহ’র উইকেটটিও তুলে নেন তিনি।

এর আগে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এ ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামছে টাইগাররা। মুশফিকুর রহিমের পরিবর্তে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে ৮৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে পেসার আবু জায়েদ রাহির।

উল্লেখ্য, ক্যারিবীয় সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বুধবার রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। কিন্তু প্রথম টেস্টে এমন লজ্জাজনক রান ভাবিয়ে তুলেছ ক্রিকেট বোদ্ধাদের।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.