মাদক বিরোধী অভিযান আরো জোরদার করার আহ্বান

0

সিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রামস্থ ষ্টেশন কলোনীর পার্শ্বের বরিশাল কলোনীর উচ্ছেদকৃত ভূমিতে স্থায়ীভাবে আইন প্রয়োহকারী সংস্থার ক্যাম্প করার দাবীসহ সকল রেলওয়ে কলোনীতে অবৈধ বসবাসকারী সন্ত্রাসী, মাস্তান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের পরিচালিত অভিযানকে আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন রেলওয়ে শ্রমিক লীগ।

নেতৃবৃন্দ জরুরী ভিত্তিতে রেল ও রেলওয়ের উন্নয়নে সরকারি বিভিন্ন পদক্ষেপের সাথে সংগতি রেখে রেলের কারখানা সমূহে খালাসী নিয়োগ, রেলওয়ের ট্রাক স্বচল রাখার প্রয়োজনে প্রক্রিয়াধীন ওয়েম্যান জরুরী ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করা,

রেলওয়ের কলোনীসমূহে জরুরী ভিত্তিতে বিশুদ্ধ পানি সরবরাহ, যে সমস্ত বাসা বাড়ী দীর্ঘদিন যাবৎ মেরামত করা হয় নাই তা অবিলম্বে মেরামত করা, সিআরবিস্থ রেলওয়ে ঋনদান সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি ও সমবায় দপ্তর কর্তৃক গঠিত কমিটির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শ্রমিক কর্মচারীদের মধ্যে হানাহানি বন্ধের জোর দাবী জানান।

আজ বুধবার ( ১১ জুলাই ) সকালে সিআরবি কন্ট্রোল চত্বরে বাংলদেশ রেলওয়ে শ্রমিক লীগ চট্টগ্রামস্থ শাখা সমূহের উদ্যোগে রেলওয়ে শ্রমিক লীগের সমাবেশ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অরুন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ মোঃ লোকমান হোসেন, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতার মধ্যে সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক বাবু গকুল চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক রাখাল চন্দ্র দেওয়ানজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএম আবিদ হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার দীলিপ কান্তি ধর ।

আরো বক্তব্য রাখেন জনাব আশ্রাফ আলী, আব্দুল মালেক, বিমল বড়ুয়া, মজিবুর রহমান, আব্দুল ওহাব, আব্দুর রশিদ, আবু সুফিয়ান, শাহরিয়ার পাপ্পু, মোঃ হাসমত আলী, নুরুন নবী, মোঃ শাহজাহান, মোঃ মর্তুজা, আশিষ কুমার, জাকির হাসান, জয়নাল আবেদীন, বিটু মল্লিক, মোঃ রাজিব, আব্দুল লতিফ, শাহাদাত হোসেন, সাজ্জাদ হোসেন, সাইমুম হোসেন, রকিবুল হাসান সার্জি, সান্তুনু দাশ, বাদশা, আবুল কাশেম, আলীফ মাইনু নির্জর, বাধন সরকার, আবু বক্কর সিদ্দিক, আব্দুল কাদের, মনোজ ধর, মোঃ সোহেল ও রিপন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং রেল ও রেল কর্মচারীদের উন্নয়নের জন্য তাঁর নানামূখী পদক্ষেপের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও স্বাধীনতার পক্ষের শক্তির প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী জোটকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি মিছিল সিআরবি’র বিভিন্ন অফিস প্রদক্ষিণ করে জিএম (পূর্ব) এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.