হাসপাতাল ও ল্যাবে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ: হাইকোর্ট

0

নিজস্ব প্রতিবেদক ::  বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা ও ফরম মূল্য তালিকা আগামী ১৫ দিনের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত।

যে কমিটিতে র‌্যাব ও পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সদস্যগণ থাকবেন এবং কমিটি প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের বিষয়টি খতিয়ে দেখবে।

আজ মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জেবি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন আদালত।

এর আগে এই বিষয়ে রিট করেন এক আইনজীবী। সেই সাথে বেসরকারি ক্লিনিক ও পরীক্ষাগারগুলোকে যাচাই-বাছাই করে কেনো লাইসেন্স দেয়া হবে না এবং সব জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে এই রিটে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.