লবঙ্গ চায়ের ৯টি অসাধারণ উপকারিতা!

0

স্বাস্থ্য, সিটি নিউজ :: শরীরকে রোগ মুক্ত রাখতে সাহায্য করে লবঙ্গ চা।কিন্তু কিভাবে বানাবেন এই চা। প্রাকতিক শক্তিতে ভরপুর এই চায়ের জন্য ব্যবহার করুন শুধুমাত্র লবঙ্গ এবং চা পাতা। সঙ্গে একটু চিনি। তবে লবঙ্গ অবশ্যই ব্যবহার করবেন। 

লবঙ্গে ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। দীর্ঘদিন সুস্থভাবে যদি বাঁচতে চান তাহলে প্রতিদিন লবঙ্গ চা পান করতে ভুলবেন না যেন!

আসুন, জেনে নেই লবঙ্গ চা-এর উপকারগুলো-

১. সারা শরীরে রক্তের সরবরাহ বেড়ে যায়

২. রক্তে শর্করার মাত্র নিয়ন্ত্রণে থাকে

৩. আর্থ্রাইটিসের যন্ত্রণা কমে

৪. দাঁতের ব্যাথা কমায়

৫. ক্যান্সার রোগ দূরে থাকে

৬. সাইনাসের প্রকোপ কমায়

৭. হজম ক্ষমতার উন্নতি ঘটে

৮. ত্বকের সংক্রমণ সারাতে কাজে আসে

৯. নিমেষে জ্বরের প্রকোপ কমায়

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.