‘সংকীর্ণতার উর্ধ্বে কাজ করতে পারলেই অগ্রযাত্রা সম্ভব’

0

নিজস্ব প্রতিবেদক :: সংকীর্ণতা-ই বড় সংকট। জাতীয় উন্নয়নে সংকীর্ণতার উর্ধ্বে ওঠে কাজ করতে পারলেই অগ্রযাত্রা সম্ভব। আর এমন বোধ তৈরী করতে পারে গণমাধ্যম।

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন শনিবার (২৮ জুলাই) চট্টগ্রামে স্যাটারলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের( NEWS২৪) তৃতীয় বর্ষে পদর্পন অনুষ্ঠানে বক্তব্যদানকালে একথা বলেন ।

চট্টগ্রাম নগরীরকাজির দেউড়ী কর্ণফুলী টাওয়ারস্থ নিউজটোয়েন্টি ফোর স্টুডিওতে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে মেয়র  আ জ ম নাছির উদ্দিন টেলিভিশনটির দ্রুত এগিয়ে চলার পথে গণমুখীতার ভ’য়শী প্রশংসা করেন।

মনোমুগ্ধ এই অনুষ্ঠানটিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহম্মেদ আকবর সোবহানসহ কর্তৃপক্ষ এবং নিউজ টোয়েন্টিফোরের সিইও খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্ব নঈম নিজামের পক্ষে সমবেতদের শুভেচ্ছা জানান অনুষ্ঠান সভাপতি নিউজ টোয়েন্টিফোর চট্টগ্রাম ব্যুারোপ্রধান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে কথামালা মিষ্টান্ন বিতরন,যাদু প্রদর্শনী,আড্ডা,আলোচনায় প্রীতিময় পরিবেশ তৈরি হয়।

'সংকীর্ণতার উর্ধ্বে কাজ করতে পারলেই অগ্রযাত্রা সম্ভব'

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ কোতয়ালী- বাকলিয়া)আসনের সংসদ সদস্য ও জাতীয়পার্টিও সাবেক মহাসচিব  জিয়াউদ্দিন  আহম্মেদ  বাবলু, চট্টগ্রাম ১২ আসন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি/নর্থ মোস্তাইন হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাবেক এমপি মাজহারুল হক শাহ, বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি মঈনুদ্দিন আহম্মদ মিন্টু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. বেণু কুমার দে,চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের  সাবেক সভাপতি এজাজ ইউসুফী,চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ,  বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা আবদুচ সামাদ, চট্টগ্রাম রির্পোটাস ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু,বিজিএমইএ পরিচালক মাহমুদ হাসান জুয়েল ও সাইফুল্লাহ মনসুর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  নির্বাহী সদস্য রুবেল খান ও আজাহার মাহমুদ,পটিয়ার সাবেক পৌরমেয়র শামসুল আলম মাস্টার,বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শামসুল হুদা মিন্টু,মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক  আবদুল মান্নান,ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন,হাসান মুরাদ বিপ্লব ও আবিদা আজাদ,যুবনেতা ফরিদ মাহমুদ , মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ,চট্টগ্রাম টিভি জার্নালিস্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা,চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম,বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আলীউর রহমান,জননেতা জহুর আহম্মেদ চৌধরী ফাউন্ডেশনের পরিচালক সাইফুদ্দিন আহম্মেদ চৌধুরী রাজু,বনিকবার্তার ব্যুারোচীফ রাশেদুল হক চৌধুরী,্জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য সাইদুল ইসলাম,আরটিভির ব্যুারো প্রধান সরোয়ার আমীন বাবু,কবি লুলুল বাহার ও মানবাধিকার সংগঠক এডভোকেট টুটুল বাহার,এক্স কাউন্সিলর ফোরামের সমন্বয়কারী জামাল হোসেন,চট্টগ্রাম আবৃত্তি জোটের সহ সভাপতি ফারুক তাহের, যাদু শিল্পী রাজিব বসাক, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু,সিনিয়র সাংবাদিক মাখন লাল সরকার,জুবায়ের সিদ্দিকী,একে আজাদ ,গোলাম সরওয়ার,মিজানুল ইসলাম,চম্পক চক্রবর্তী,মির্জা ইমতিয়াজ শাওন,কলামিস্ট সাহাব উদ্দিন আহমেদ বাবু,নারী নেত্রী নবুয়াত আরা সিদ্দিকী, লেখক সোমা মুৎসুদ্দী আবৃত্তিকার দিলরুবা খানম,সানমার গ্রুপের সাইফুল আলম কেএসআরএম’র পক্ষে মরিরুর জামান রিয়াদ, ,সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম, কম্পিউটার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী,  তরুণ সংগঠক মাহবুবুর রহমান শাওন, রিয়াজ উর রহমান চৌধুরী, ব্যান্ড শিল্পী ইকবাল ,সংগঠক ও লেখক মহসিন চৌধুরী,সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি এডভোকেট নজরুল ইসলাম,ছাত্রনেতা ইয়াছির আরাফাত, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি টিপু শীল, শফিউল আজম জিপু,নাজমুল আহসান রুমি প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.