আয়-ব্যয়ের হিসাব দিতে ইসিতে যাচ্ছে বিএনপি

0

সিটিনিউজ ডেস্ক:: নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব দিতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল ইসিতে যাবে বলে নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মাহবুব উদ্দিন খোকন এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ নির্বাচন কমিশনে যাবো মূলত বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব দিতে। নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে প্রতি বছরই এই আর্থিক হিসাব দিতে হয়।’

বিএনপি নেতা আরো বলেন, ‘এ ছাড়া তিন সিটি নিয়ে কথা হতে পারে। আমরা আমাদের বক্তব্য তাদের জানাব।’

এ বিষয়ে জানতে চাইলে ইসির উপসচিব আবদুল হালিম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘গত মাসখানেক আগে আমি ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দিয়েছিলাম। অধিকাংশ দলই তাদের হিসাব জমা দিয়েছে। কিছু বাকি থাকতে পারে। তবে আজ বিএনপির আসার কথা আছে। তাঁরা আসবেন এবং আয়-ব্যয়ের হিসাব জমা দেবেন।’

আয়-ব্যয়ের হিসাব জমা প্রক্রিয়া সম্পর্কে উপসচিব বলেন, ‘মূলত সরকার কর্তৃক স্বীকৃত একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের কাছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। এরপর ওই ফার্ম তাদের হিসাব যাচাই-বাছাই করে আবার ওই রাজনৈতিক দলের কাছে জমা দেয়। তার পরে তারা নির্বাচন কমিশনে জমা দেন।’

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে ইসিতে যাবেন আবুল খায়ের ভূইয়া।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.