সরকার সকল সম্প্রদায়ের ভ্রাতৃত্ব অটুট রাখতে বদ্ধপরিকর

0

নিজস্ব প্রতিবেদক :: বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, সরকার সকল সম্প্রদায়ের ভ্রাতৃত্ব অটুট রাখতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে সকল সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষিত হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণের স্বপ্ন নিয়ে মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সৌহার্দপূর্ণ ধর্ম যার যার, সংস্কৃতি বাঙালির, বাংলা ভাষায় কথা বলা সহাবস্থান এটিই ছিল ব্রত। এই ব্রত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই সকল সম্প্রদায়ের উচিৎ তাহাকে যথাযথ সমর্থন দেওয়া।

ঈদগাহ্ হাজারদিঘীর পাড় সার্বজনীন দূর্গা মন্দির পরিচালনা পর্ষদের উদ্যোগে পাল্টা মনসা পুঁথি পাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি রূপন শীলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তপন শীলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গণি, নগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমী।

আলোচনায় অংশ নেন- মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ কুমার সুশীল, সাবেক সভাপতি টিকুল আচার্য, সুভাষ শীল, সাধন শীল, বিধান শীল, সঞ্জীব শীল।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, ইয়াছিন ভূঁইয়া, ওয়ার্ড যুবলীগ নেতা মো: মোছলেম রানা, সাজু দাশ। আলোচনা পর্ব শেষে পাল্টা পুঁথি পরিবেশন করেন কবিয়াল প্রণব সরকার ও কবিয়াল দীলিপ সরকার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.