চট্টগ্রামে সরকারের ১১টি পদক্ষেপের প্রচারপত্র বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: মমতাময়ী জননী, স্নেহময় ভগিনী, দেশরত্ন শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় সড়ক নিরাপদ রাখার দৃঢ় প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ প্রচারপত্রের মাধ্যমে লালখান বাজার ওয়াসার চত্বরে নিরাপদ সড়ক এর জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টিতে এবং সকলকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো জানানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখা এবং চট্টগ্রাম এর চলমান সড়ক নিরাপদ এর আন্দোলনকারীদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে রাস্তা ছেড়ে ঘরে পাঠানোর জন্য এমন উদ্যোগ গ্রহণ করেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।

এই উদ্যোগটিকে কার্যকর করার জন্য সকাল থেকে লালখান বাজার, টাইগারপাস, ওয়াসার মোড়ে নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ১১টি পদক্ষেপ লিখিত প্রচারপত্র আকারে শিক্ষার্থীদের হাতে দিয়ে তাদেরকে বুঝানো হয় এবং বিএনপি-জামায়াত সহ কোন স্বার্থান্বেষী মহল যাতে কোমলমতি শিক্ষার্থীদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করে কোন ধরনের রাষ্ট্রবিরোধী এবং ধ্বংসাত্মক কর্মসূচিতে প্ররোচিত করতে না পারে সেজন্য এসব প্রচারপত্র বিলি করা হয়।

চট্টগ্রামে সরকারের ১১টি পদক্ষেপের প্রচারপত্র বিতরণ

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এডভোকেট আবদুল্লাহ আহসান পিকু, আনিসুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সনেট চক্রবর্ত্তী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান জেবিন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা উজ্জ্বল চৌধুরী, আশেক এলাহী প্রিজম, মাইনুল হাসান সাকিব, দ্বীন ইসলাম, ফয়সাল, ফাহিম, মিজান, দিদার, সুজন প্রমুখ।     

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.