‘তথাকথিত’ দায়িত্বশীল নেতার রেকর্ড পুলিশের হাতে: ডিএমপি কমিশনার

0

সিটিনিউজ ডেস্ক:: শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ধ্বংসাত্মক রূপ দিতে অনেকে চেষ্টা করেছেন জানিয়ে ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া বলেছেন, “আপনারা অনেক ‘তথাকথিত’ দায়িত্বশীল নেতার অডিও-ভিডিও রেকর্ড শুনেছেন। এমন আরও কয়েকজন দায়িত্বশীল নেতার অডিও রেকর্ড রয়েছে পুলিশের হাতে।”

ট্রাফিক সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে শনিবার দুপুরে শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রধান আসাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘কীভাবে শিক্ষার্থীদের ওই আন্দোলনে অনুপ্রবেশ ঘটিয়ে ধ্বংসাত্মক পরিবেশ তৈরি করা হবে, সেসব তথাকথিত দায়িত্বশীল নেতার অডিওতে এগুলো উঠে এসেছে।’

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অডিওর কথোপকথনের কণ্ঠটি বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বলে দাবি করা হয়। যদিও আমীর খসরু সেটি বানোয়াট বলে উড়িয়ে দেন। অডিওটিতে কুমিল্লা থেকে ‘নাওমি’নামের একজনের সঙ্গে আমীর খসরুর কথোপকথনকালে ‘মানুষজনকে নামতে’ বলার কথা শোনা যায়।

এ ঘটনায় ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি ও তার পিতাকে কুমিল্লা থেকে গ্রেপ্তারে করে রিমান্ডে নেয়া হয়। এছাড়া আমীর খসরুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় এবং বিশেষ ক্ষমতা আইনে মামলাও হয়।

আসাদুজ্জামান মিয়া বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে কোমলমতি শিশু-কিশোররা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। তাদের দাবি যৌক্তিক, ন্যায্য। আমরা তাদের চেতনাকে অন্তরে ধারণ করি। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিনে স্বার্থান্বেষী মহল প্রপাগান্ডা ছড়ায়। হত্যা, ধর্ষণ ও চোখ তুলে ফেলার মতো গুজব ছড়িয়ে মিথ্যাচার করে।’

‘আন্দোলনের সময় আমরা দেখেছি, গাউসিয়া-নিউ মার্কেটে স্কুলড্রেস বানানোর হিড়িক পড়ে যায়। ভুয়া আইডি কার্ডও তৈরি হয়।’

ছাত্রদের ভ্যাট আন্দোলন, কোটা আন্দোলনে সহিংসতা এবং ২০১৪ সালের দেশজুড়ে জ্বালাও-পোড়াও একই সূত্রে গাঁথা বলেও জানান তিনি।

সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে

সাংবাদিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি প্রধান বলেন, ‘সেদিনের ঘটনা দুঃখজনক। ওই ঘটনায় কেউ যদি আমাদের কাছে অভিযোগ করেন আমরা মামলা নেবো। পাশাপাশি ওই ঘটনা নিয়ে পুলিশের তথ্য অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এসময় ডিএমপি কমিশনার ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ছয় দিনে রাজধানীতে পুলিশের অভিযানের কিছু তথ্য তুলে ধরেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.