বিনা ‘সুদে’ শিক্ষা খাতে ঋণ দিবে বিশ্বব্যাংক

0

অর্থ ও বাণিজ্য :: বিনা ‘সুদে’ বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়নে ঋণ ও মঞ্জুরি হিসেবে ৫২ কোটি ডলার সহায়তা দিচ্ছে। এর মধ্যে ৫১ কোটি ডলার ঋণ ও এক কোটি ডলার অনুদান।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘ট্রান্সফর্মিং সেকেন্ডারি এডুকেশন ফর রেজাল্টস (টিএসইআর)’ শীর্ষক প্রকল্পে ৬ষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত এক কোটি ৩০ লাখ শিক্ষার্থী উপকৃত হবে।

এতে পাঠদান ও শিক্ষার্থীদের মেধার বিকাশ হবে। বিশেষ করে এ প্রকল্পে ছাত্রী ও গরীব শিক্ষার্থীরা উপকৃত হবে। এ প্রকল্প শিক্ষার উন্নয়নে পাঠ্যসূচির আধুনিকায়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি শিক্ষা উপকরণ ও পরীক্ষা সংস্কারে সহায়তা করবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার শেরেবাংলানগরে এনইসি-২ সম্মেলন কক্ষে এই চুক্তি সই হবে। চুক্তিতে সই করবেন ইআরডি সচিব কাজী শফিকুল আজম ও বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান।

বিশ্বব্যাংকের ঋণদাতা সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এই ঋণ দেবে। 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.