চসিক নগর ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

0

নিজস্ব প্রতিবেদক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার সকালে নগর ভবনের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় কাউন্সিলর চৌধুরী মুরাদ বিপ্লব, এ এইচ এম সোহেল, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, জেসমিন পারভিন জেসি, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমেদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারসহ কর্পোরেশনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী’র নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারীলীগ(সিবিএ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব ফোরাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কন্ট্রাকটর এসোসিয়েশন এর পক্ষ থেকেও নগর ভবনের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যা অর্পণ করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারীলীগ(সিবিএ)এর সভাপতি ফরিদ আহমদ, সাধারন সম্পাদক মোরশেদুল আলম, সিনিয়র সহ সভাপতি জাহেদুল ইসলাম, সহ সাধারন সম্পাদক রতন দে, কোষাধ্যক্ষ তারেক সুলতান, প্রচার সম্পাদক রতন শীল, ওয়ার্ড সচিব ফোরামের  সভাপতি  মো. মুজিবুর রহমান,সাধারন সম্পাদক তারেক সোলতান এবং সিটি কর্পোরেশন কন্ট্রাকটর এসোসিয়েশন এর সভাপতি শফিউল আযম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন আ লিক অফিস,ওয়ার্ড কার্যালয়,হাসপাতাল সহ শিক্ষা প্রতিষ্ঠানে    মিলাদ মাহিল, আলোচনা সভা এবং সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতাকা অর্ধনমিত করন,কালো ব্যাজ ধারন ও কালো পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে চট্টগাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা সভাপতিত্ব করেন।  সভায় চসিক সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ এবং কুসুম কুমারী সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী রামিসা আনজুম রশ্নি ও কায়সার-নিলুফার কলেজের ছাত্রী নাসরিন আক্তার বক্তব্য রাখেন।

পরে ভারপ্রাপ্ত মেয়র বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। সভা পরিচালনা করেন চসিক উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু। এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.