নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন: ১৬ শিক্ষার্থীর জামিন

0

সিটিনিউজ ডেস্ক:: অবশেষে ঈদের আগে জামিন পেলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী। বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিল বাড্ডা ও ভাটারা থানা পুলিশ। মামলার শুনানি শেষে আজ রবিবার (১৯ আগস্ট) তাদের জামিন মঞ্জুর করেন আদালত। এ মামলায় এখনও ৬ শিক্ষার্থী কারাগারে রয়েছে।

ঢাকার  মহানগর হাকিম আদালতের বিচারক  এ কে এম মঈন উদ্দীন সিদ্দিকী ১৫ জন শিক্ষার্থীর শুনানি শেষে পৃথক দুই মামলায় এ আদেশ দেন। একইদিনে ইফতেখার আহমেদ নামে এক শিক্ষার্থীর জামিন দেন মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু।

বাড্ডা থানার জামিন প্রাপ্ত আসামিরা হলেন সাখাওয়াত হোসেন নিঝুম,  শিহাব শাহরিয়ার,  আজিজুল করিম অন্তর, মাসহাদ মুর্তজা আহাদ, মেহেদী হাছান, ফয়েজ আহমেদ।

ভাটারা থানার জামিন প্রাপ্ত আসামিরা হলেন নূর মোহম্মদ, আজিজুল হক, মো. হা ছান, দোয়ান আহম্মেদ,  তরিকুল ইসলাম,  রেজা রিফাত আখলাক, এ এইচ এম খালেদ রেজা, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান ও ইফতেখার আহমেদ।

সংশ্লিষ্ট থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জামিন বিষয়ে এসব তথ্য জানান।

আসামি পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আকতার হোসেন সোহেল, কবির উদ্দিনসহ  অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৭ আগস্টে  বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতাল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় লোহার রড, লোহার পাইপ ও ইট দিয়ে পুলিশের ওপর এবং আফতাব নগর মেইন গেটের রাস্তায় যান চলাচলে বাধা দেয়। লাঠিসোঁটা, ইটপাটকেল দিয়ে রাস্তার গাড়ি ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে পুলিশের ওপর আক্রমণ করে আসামিরা।

ওই ঘটনায় বাড্ডা ও ভাটারা থানায় দুই মামলার ঘটনায় গ্রেফতার করে সংশ্লিষ্ট  থানা পুলিশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.