‘কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়বে না’

0

সিটি নিউজ ডেস্ক :: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঘাটে দায়িত্বরত প্রশাসনকে নিদের্শনা দেওয়া আছে কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়বে না। লঞ্চগুলো যে পরিমাণ যাত্রী নিয়ে চলতে পারবে সে পরিমাণ যাত্রী নিয়েই ছাড়তে দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (২১ আগস্ট) বিকেলে মাদারীপুরের কাঁঠালবাড়ির ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে নৌ পরিবহনমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় শাজাহান খান আরও বলেন, ‘আমরা সরকার গঠনের পর থেকে নদী উত্তাল থাকলে জানমাল রক্ষার্থে ফেরিতে যাত্রী পারাপার করা হয়। এবারও আমরা একই ব্যবস্থা রেখেছি। সদরঘাটেও ব্যবস্থাপনা আধুনিকায়নের ফলে দর্ভোগ নেই।’

যাত্রী চাপ সন্ধ্যার পর বাড়তে পারে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, তবে পর্যাপ্ত ব্যবস্থাপনা রয়েছে, তাতে কোনো সমস্যা হবে না।

এ সময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএর কর্মকর্তারা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সোনাহর আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক উত্তম শর্মা, পরিদর্শক (অপারেশন) আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.