চট্টগ্রামে দলীয় কার্যালয়ে সমাবেশের অনুমতি পেল বিএনপি

0

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ সেপ্টেম্বর) নগরীর নূর আহমদ সড়কে বিএনপি’র দলীয় কার্যালয়ে ‘তিন শর্তে’ সমাবেশের অনুমতি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

মো. মাহাবুবর রহমান বলেন, ‘কিছু শর্তে বিএনপিকে নূর আহমদ সড়কের দলীয় কার্যালয়ে সমাবেশের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।’

৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর নগরের লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে গত ১৯ আগস্ট নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার বরাবর আবেদন করে নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী। কিন্তু শেষ পর্যন্ত বিএনপিকে লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি না দিয়ে নূর আহমদ সড়কে দলীয় কার্যালয়ে ‘কিছু শর্ত’ দিয়ে সমাবেশের অনুমতি দেয় পুলিশ।

বিএনপিকে লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘লালদীঘি ময়দান আমাদের নয়, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সমাবেশের অনুমতি দেয়নি। এর বাইরে নিরাপত্তাজনিত কারণে তাদের লালদীঘিতে সমাবেশে নিরুৎসাহিত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা তাদের বলেছি দলীয় কার্যালয়ের ভিতরে সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করতে। তাদেরকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে দলীয় কার্যালয়ের সামনের সড়ক বন্ধ করে বা সড়কের উপর যাতে কোনো অনুষ্ঠান আয়োজন না করে, সমাবেশের নামে নিজেরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং নির্দিষ্ট সময়ে যাতে অনুষ্ঠান শেষ করে।’

নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, ‘আমরা এখনও লালদীঘিতে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করার ব্যাপারে আশাবাদী। পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। লালদীঘিতে সমাবেশের সব প্রস্তুতিও আমরা নিয়ে রেখেছি। বিকল্প হিসেবে দলীয় কার্যালয়ে সমাবেশ করার প্রস্তুতি নিয়ে রেখেছি।’

আবু সুফিয়ান বলেন, ‘এটি গণতান্ত্রিক দেশ। রাজনৈতিক দল হিসেবে সমাবেশ করা আমাদের অধিকার। অথচ সরকার আমাদের সমাবেশের অনুমতিও দিতে চায় না। সরকার বিএনপিকে ভয় পায়।’

নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামি শনিবার (১ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে নগর বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালী, ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে সমাবেশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.