বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

0

নিজস্ব প্রতিবেদক:: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে শান্তিতে বসবাস করার সুযোগ পাচ্ছে। তাদের মাথাপিছু আয় বেড়েছে, জীবন-যাত্রার মান উন্নত হয়েছে। দেশ এখন উন্নয়নশীল দেশের সারিতে দাঁড়িয়েছে।

প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ জুটমিল করপোরেশন আয়োজিত (বিজেএমসি) বাড়বকুন্ডের গালফা হাবিব লিমিটেড এর বেইলিং হুপস প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সব সময় শ্রমিক বান্ধব হয়। বাংলাদেশ জুটমিল করপোরেশন যদিও লাভ জনক প্রতিষ্ঠান নয়, তবুও দেশের বেকারত্ব দূর করার স্বার্থে প্রধানমন্ত্রী বিজেএমসিকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছেন।

প্রতিমন্ত্রী নগরের ষোলশহরে আমিন জুট মিলস্ এর লেমিনেশন প্ল্যান্ট উদ্বোধন ও বিজেএমসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বিজেএমসি’র নিজস্ব অর্থায়নে এ প্রকল্প সম্পন্ন হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৮.৫ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে কর্মসংস্থান আরো বাড়বে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজেএমসি’র উপমহাব্যবস্তাপক খন্দকার আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ সদস্য মঈদ উদ্দিন খান বাদল ও দিদারুল আলম, ওয়ার্ড কাউন্সিলর কবীর উদ্দিন, মো. মোবারক আলী এবং বিজেএমসি’র সিবিএ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.