আল্লামা রুমি সোসাইটির আন্তর্জাতিক সেমিনার ৫সেপ্টেম্বর

0

সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেসক্লাবে আজ মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে আল্লামা রুমি সোসাইটির কেন্দ্রিয় চেয়ারম্যানও পিএইচপি গ্রুফের প্রধান পরিচালক আলহাজ সুফি মিজানুর রহমান লিখিত বক্তব্যে জানান,প্রখ্যাত সুফি সাধক,ইসলাম প্রচারক,সমাজ ঐতষিক,সুফি গবেষক-লেখকবাংলার রুমি সৈয়দ আহমদুল হক ‘এর শততম জন্ম এবং ৭ম ওফাত দিবস উপলক্ষে ৫সেপ্টেম্বর বিকেল ৫টা হতে জিইসিস্থ কে-স্কয়ার কনভেনশন মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনার আয়োজন হবে।

এছাড়া সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সেমিনারে দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন-উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডঃ কে.এম সাইফুল ইসলাম খান,আয়োজনের সহযোগি প্রতিষ্ঠান চিটাগং ইনডিপেন্টেড ইউনিভার্সিটির ভিসি-প্রফেসর ডঃ মাহফুজুল হক চৌধুরী বক্তব্য রাখেন।

দিনব্যাপি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শনও ধর্ম বিভাগের অধ্যাপক ড.মোঃ সিরাজুল ইসলাম।প্রধান অতিথি থাকবেন-তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা-ড.হোসেন জিল্লুর রহমান,বিশেষ অতিথি-চিটাগং ইনডিপেন্টেড ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড অব ট্রাসিজের চেয়ারম্যান তৌহিদ সামাদ,আল্লামা রুমি সোসাইটি ঢাকার সভাপতি-সালাহ উদ্দিন কাশেম খান।

সম্মানিত অতিথি ওআলোচক হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ,বুদ্ধিজীবী-সাংবাদিকও ধর্মীয় গবেষক-সুফিসাধকগণ সেমিনারে অংশ নিবেন বলে জানান।এছাড়া সেমিনারে প্রারম্ভে সেমা মাহফিলে মরমী শিল্পী মুস্তাফা জামান আববসী ওমরমী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম্ বিশেষ সংগীত পরিবেশন করবে ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.