রোহিঙ্গা ক্যাম্পে অাগুনে পুড়ে গেছে ২৮টি ঝুপটি ঘর

0

শহিদুলইসলাম, উখিয়া :: কক্সবাজারের টেকনাফ উপজেলার  হোয়াইক্যং ইউনিয়নের  চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প বস্তিতে আগুনে পুড়ে গেছে ২৮টি ঝুপটি ঘর। বাঁশ, চট এবং পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করায় আগুন লাগার অাধ ঘন্টার মধ্যে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে অাগুন লাগে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ঘটনাস্থল পরির্দশন করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান জানিয়েছেন, ‘আগুন পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া ঘরগুলো এনজিওর মাধ্যমে পুননির্মাণ করে দেওয়া হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.