নির্বাচনকালীন সরকার কেমন হবে একমাত্র প্রধানমন্ত্রীই জানেন: কাদের

0

সিটিনিউজ ডেস্ক:: নির্বাচনকালীন সরকার কেমন হবে-কখন হবে নিজে কিছু জানেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই বিষয়ে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ জানেন না। আর নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কথা বলার দায়িত্ব কোনও মন্ত্রী বা নেতারও নয়, এই দায়িত্ব নির্বাচন কমিশনের।’

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সড়ক ও সেতুমন্ত্রী একথা বলেন।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে বলে জানান। অর্থমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে।

কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকার কখন হবে, আকারে কেমন হবে, কতটা ছোট হবে, ক্যাবিনেটে কতজন থাকবেন, তা একমাত্র প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি ছাড়া এ বিষয়ে আর কেউ জানেন না। আমি পার্টির সাধারণ সম্পাদক, আমিও এখন পর্যন্ত জানি না।’

তবে ২৭ ডিসেম্বর নির্বাচনের সম্ভাব্য তারিখ হলেও সেটা বলার দায়িত্ব নির্বাচন কমিশনের উল্লেখ করে কাদের বলেন, ‘এটা বলার দায়িত্ব সরকার কিংবা সরকারের কোনও মন্ত্রীর নয় কিংবা দলেরও কোনও নেতারও না। তাই আমাদের যার-যার এরিয়ার (আওতার) মধ্যে সীমিত থেকে রেসপনসিবল (দায়িত্বশীল) ভূমিকায় থাকলে দেশ, গণতন্ত্র ও সরকারের জন্য ভালো। নির্বাচন কমিশনকে বিব্রত করা আমাদের কাজ না। তারাই বলবে- কবে নির্বাচন হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.