মহিউদ্দিন হত্যা : আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল কারাগারে

0

নিজস্ব প্রতিবেদক:: নগরের বন্দর এলাকায় যুবলীগকর্মী মো. মহিউদ্দিনকে কুপিয়ে খুনের ঘটনায় প্রধান আসামি হাজি ইকবাল আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১০ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন বলে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

আত্মসমর্পণের পর আদালত হাজি ইকবালকে কারাগারে প্রেরণ করেছেন বলে জানান নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

মহিউদ্দীন হত্যা মামলার প্রধান আসামি হাজি ইকবাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গত ২২ জুলাই যুবলীগ কর্মী মহিউদ্দীন হত্যায় হাজি ইকবালসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় বন্দর থানা পুলিশ।

অভিযোগপত্রে আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজি ইকবাল, তার ভাই মুরাদ, বিপ্লব, ডিউক, আজাদ, শেখ মহিউদ্দিন, মাহিব, আজগর, জিসানসহ মোট ২০ জনকে আসামি করা হয়।

আসামিদের মধ্যে ৯ জন কারাগারে ছিলেন। হাজি ইকবালসহ ১১ জন আসামি পলাতক ছিলেন।

গত ২৬ মার্চ নগরের সল্টগোলা ক্রসিংয়ের মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের একটি সভা চলাকালীন প্রধান শিক্ষকের রুমে ঢুকে যুবলীগকর্মী মো. মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.