সংবিধান বহির্ভূত প্রেসারের নতি স্বীকার করব না: কাদের

0

সিটিনিউজ ডেস্ক:: আন্তর্জাতিক কোনো চাপের মুখেই নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জাতিসংঘ বিশ্বসংস্থার সর্বোচ্চ ফোরাম। কাজেই ডাকতে পারে কাউকে। কারণ সমস্যা থাকলে জানতে পারে। কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। আমাদের সিদ্ধান্ত কোনো প্রেসারের কাছে, সংবিধান বহির্ভূত কোনো প্রেসারের কাছে আমরা নতি স্বীকার করব না।’

আজ বুধবার ঢাকা দক্ষিণ নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ১১তম বোর্ড সভায় ওবায়দুল কাদের যোগ দেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।

বিএনপির আজকের অনশন কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সর্বাত্মক আন্দোলন তো শুরু হয়েছে, অনশন। এতো ইনোসেন্ট কর্মসূচি সর্বাত্মক আন্দোলনে পড়ে? সাহস নেই তো। সাহস থাকলে অনেক আগেই হতো। এখন আর সময় নেই। এখন তাদের ডাকে কেউ সাড়া দিবে না। রেসপন্স পাবে না। আন্দোলন করেন, জনগণকে নিয়ে। অহিংস করলে স্বাগতম। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। সহিংস হলে জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করব।’

ওবায়দুল কাদের জানান, আগামী রোববার সংসদে সড়ক পরিবহন আইন উত্থাপিত হবে। সেপ্টেম্বরের শেষ দিকে সংসদের চলতি অধিবেশন শেষ হবে এবং অক্টোবরের শুরুতে আরেকটি অধিবেশন বসবে বলেও তিনি জানান।

এ ছাড়া আজকের সভায় সিদ্ধান্ত হয় মোটরসাইকেলের শিশু আরোহীকেও বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হবে। এ ছাড়া আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ঢাকা-জয়দেবপুর মহাসড়কে সব ধরনের খোড়াখুড়ি বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে।

ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনকালীন সরকার মানবে না বিএনপি- এমন মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের মানা না মানায় কিছু যায় আসে না। কারণ তাদেরকে এই সরকারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়নি। সংবিধান মোতাবেক যথাসময়েই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.