কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তামিমকে

0

স্পোর্টস ডেস্ক:: হাসপাতাল থেকে যখন স্টেডিয়ামে ফিরেছিলেন, তখনই বোঝা গিয়েছিল বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তামিম ইকবালকে। হাতের কব্জিতে চোট পেয়েছিলেন তিনি। পরীক্ষায় জানা যায়, তাঁর কব্জিতে চিড় ধরা পড়েছে। অথচ তিনি কি না দলের প্রয়োজন মুহূর্তে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন।

গতকাল শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এক হাতে ব্যাট করে সবাইকে বিস্মিত করেছেন তিনি।

তবে ব্যাট হাতে মাঠে নামলেও তামিমকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতেই হচ্ছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, দুই-তিন মাসে মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। আর এশিয়া কাপে তো খেলতেই পারছেন না।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ওভারে সুরাঙ্গা লাকমলের বলে পুল করতে গিয়ে কব্জিতে ব্যথা পান তামিম। এতটাই ব্যথা পান তিনি যে এর জন্য হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে তাঁকে।

এই কিছুদিন আগে এশিয়া কাপের ক্যাম্পেই ফিল্ডিং প্র্যাকটিস করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন তামিম। ব্যথা কিছুটা সেরে ওঠায় এশিয়া কাপে খেলতে গেলেও আবার ব্যথা পান এই বাংলাদেশি ওপেনার।

এর আগে অলরাউন্ডার সাকিব আল হাসানও চোটে আক্রান্ত হন। পাঁজরে ব্যথা নিয়ে খেলছেন মুশফিকুর রহিমও।

ক্রিকেটারদের এই অবদানের কারণে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। জিতেছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশের করা ২৬১ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ১২৪ রানে। যাতে মুশফিকুর রহিম ১৪৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.