রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে: শ্রিংলা

0

সিটিনিউজ ডেস্ক:: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত সব ধরণের সহযোগিতা করছে।’ আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও জ্বালানি তেল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শ্রিংলা বলেন, ‘ইতোমধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫০টি বাড়ি নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও মিয়ানমারের মংডু জেলার ক্যিং সং গ্রামে আরও ৫০টি বাড়ির ভিত্তি নির্মাণের কাজ শুরু হয়েছে।’

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে শ্রিংলা বলেন, ‘প্রথম ও দ্বিতীয় দফা ত্রাণসামগ্রী দেওয়ার পর এবার তৃতীয় দফা হিসেবে কেরোসিন ও স্টোভ বিতরণ করা হচ্ছে। রোহিঙ্গাদের জ্বালানির কথা বিবেচনা করে আজ ১১ লাখ লিটার কেরোসিন ও ২০ হাজার স্টোভ বিতরণ করা হচ্ছে। ২০ হাজার রোহিঙ্গা পরিবারকে একটি করে স্টোভ ও ১০ কেজি করে কেরোসিন বিতরণ করা হচ্ছে।’

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সচিব মো. শাহ আলম, কক্সবাজারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি হাফিজ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

জ্বালানি তেল বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘রোহিঙ্গা সংকটের পর থেকে ভারত আমাদের পাশে রয়েছে। ইতোপূর্বে ভারত রোহিঙ্গাদের শিশুখাদ্য, চাল, ডাল, বর্ষাকালে রেইনকোট, গামবুটসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে। কিন্তু এবার আমাদের অনুরোধে জ্বালানি তেল ও স্টোভ দিয়ে সাহায্য করছে। এজন্য ভারতকে ধন্যবাদ জানাচ্ছি।’
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.