চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

0

সিটি নিউজ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মাইনুল রহমান বলেন, ‘আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ইমামবাড়ী স্টেশন এলাকায় ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

খবর পেয়ে আখাউড়া ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে।

স্থানীয়রা জানায়, মালবাহী ট্রেনটি স্টেশন অতিক্রম করার পর হঠাৎ বিকট শব্দে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

এদিকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকায় আখাউড়া ও কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.