ষোলশহরে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক :: ষোলশহর মেয়র গলি আবাসিক এলাকায় অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট-২০১৮ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উৎসব মুখর পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সৈয়দ আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন মহল্লা কমিটির সর্দার হারুনুর রশীদ সর্দার,  মোঃ আসাদুর রহমান খাঁন, বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, জহির উদ্দীন সুমন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান রুমি, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, যুবনেতা ইয়াসিন ভূইয়া, শহীদুল্লাহ কায়সার।

টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ মোহাম্মদ সোহেল, জাবেদ আহমেদ, মো: শাহজাহান, মো: রনি, শফিক আহমেদ, ওয়ার্ড ছাত্রলীগের সহ সম্পাদক আবদুল সামাদ ঈশান, মো: সম্রাট, মো: সৌরভ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াঙ্গনে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এ অগ্রযাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে।

আলোচনা পর্ব শেষে অতিথিগন কর্মকর্তা ও খেলোয়াড়দের সাথে পরিচিত হন।জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করা হয়। টুর্নামেন্টে ৩৬ টি টিম অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় সানন্দা স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে বন্ধুমহল স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে।

খেলা পরিচালনা করেন মো: জসিম, মো: শাহজাহান।ধারাভাষ্য বিবরনী দেন মো: শিবলী ও মো: আলমগীর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনটি চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে উৎসর্গ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.