বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

0

সিটিনিউজবিডি : সিরাজগঞ্জের তাড়াশে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাড়াশের খালকুলায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গণি।

তাৎক্ষণিকভাবে ৫ জন নিহতের খবর হাইওয়ে পুলিশের কাছ পাওয়া গেলে পরে ওই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভাই-বন্ধু পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দেশ ট্রাভেলসের পিছনে থাকা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। আহত হয় অন্তত ২৫ জন।

তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম ও হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনী ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধার কাজের পর লাশের পরিচয় শনাক্ত করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.