গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণে আনন্দর‌্যালী

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : দক্ষিণ চট্রগ্রাম চন্দনাইশে শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়কে গত ২৮ সেপ্টেম্বর সরকারী করণের ঘোষণা দেয়ায় বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে এক আনন্দ র‌্যালী ও আলোচনা সভা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

শনিবার ৬ অক্টোবর বিকালে আনন্দ র‌্যালীটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আতশ বাজি ফুটানোর মধ্য দিয়ে বিদ্যালয় মাঠে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশনেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন, মাহাবুবুল আলম, চেয়ারম্যান মুজিবুর রহমান, অধ্যাপক গাজী আকবর, মো. হানিফ, হেলাল উদ্দীন চৌধুরী, সাংবাদিক কমরুউদ্দীন, রেজাউল করিম দুলাল, কহিনুর আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে কৈয়ূম চৌধুরী বলেন, অত্র বিদ্যালয়কে সরকারী করণে সহযোগিতা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিদ্যালয় শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদানে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.