শপথ নিলেন তিন বিচারপতি

0

সিটিনিউজ ডেস্ক:: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি শপথ নিয়েছেন। তারা হলেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের ওই তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরে আপিল বিভাগে বিচারপতি নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার জন বিচারপতি কর্মরত আছেন। প্রধান বিচারপতি ছাড়াও অন্যরা হলেন, বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। তবে নতুন নিয়োগের ফলে আপিল বিভাগে বর্তমানে বিচারপতির সংখ্যা সাতজনে উন্নীত হলো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.