বুধবার আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজ নিজ ওয়ার্ডে অবস্থান করবেন

0

চট্টগ্রাম : গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ ১৭ স্পটে অবস্থান নেবে ।

আজ মঙ্গলবার ৯অক্টোবর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বুধবার (১০ অক্টোবর) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে আলোচিত মামলার রায়কে কেন্দ্র করে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন নগরের ১৭টি স্পটে অবস্থান কর্মসূচি চলবে।

দিনভর আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ওয়ার্ডে অবস্থান করবেন এবং সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি করবেন বলেও জানান আ জ ম নাছির।

১৭ স্পটগুলো হলো-নগরীর দারুল ফজল মার্কেট চত্বর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড, আন্দরকিল্লা মোড়, ২১ নম্বর জামালখান, ৩২ নম্বর আন্দরকিল্লা ও অক্সিজেন মোড়, ২২ নম্বর এনায়েত বাজার, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি, ৩১ নম্বর আলকরণ, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড, দেওয়ানহাট মোড়, ১৩ নম্বর পাহাড়তলী, ১৪ নম্বর লালখান বাজার, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ও ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.