চট্টগ্রামে টানা বর্ষণে পাহাড় ধ্বসে ৪ জনের মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদকঃঃ  চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে  মা মেয়ে সহ ৪ জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টির কারনে পাহাড় ধ্বসে এ মৃত্যু হয়। নগরীর ঝুঁকিপূর্ণ আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি ও পাঁচলাইশ থানার রহমাননগরে এসব ধসের ঘটনায় নিহতের মধ্যে মা-মেয়ে রয়েছেন।

জানা গেছে, আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে ভারী বৃষ্টিতে পাহাড়ধস হয়।গতকাল দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে এই ঘটনায় মা ও মেয়েসহ তিনজন নিহত হয়।

নিহতরা হলেন নূরজাহান বেগম ও তার মেয়ে ফজর-উন নেসা এবং বিবি হাজেরা। নূরজাহান বেগম ফিরোজ শাহ কলোনির নূর মোহাম্মদের স্ত্রী।

অন্যদিকে দিবাগত রাত দেড়টার দিকে পাঁচলাইশ থানার রহমান নগরে দেয়ালধসে নুরুন নবী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রহমান নগরের বাসিন্দা লাল মিয়ার ছেলে।

ফিরোজশাহ কলোনিতে পাহাড় ধসের বিষয়ে আকবরশাহ থানার এএসআই লুৎফুর রহমান বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির বলেন, পাহাড় ধসে নিখোঁজদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.