একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজেট ৭০০ কোটি টাকা

0

সিটি নিউজ ডেস্ক :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খরচ বাবদ ৭০০ কোটি টাকা বাজেট অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ অক্টোবর) নির্বাচন কমিশনের সভায় আসন্ন সংসদ নির্বাচনের খরচের প্রসঙ্গ উঠলে আলোচনা শেষে কমিশন এতে অনুমোদন দেয়।

দিনব্যাপী বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব জানান, আমরা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইসির কাছে তুলে ধরেছি। আমরা এরইমধ্যে বেশ কিছু নির্বাচনি সামগ্রী সংগ্রহ করেছি। বাকি সামগ্রীগুলো অক্টোবরের মধ্যেই সংগ্রহ করা হবে।

তিনি জানান, নির্বাচনের ব্যালট বাক্স ও ব্যালট পেপারের জন্য যাবতীয় প্রস্তুতি ইসির রয়েছে। নির্বাচনের প্রস্তুতির জন্য আরপিও সংশোধন করে তা সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকার অনুমোদন দিলে ইভিএম ব্যবহারের বিষয়টিও কমিশন ভেবে দেখবে।

উল্লেখ্য, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সকাল-বিকাল দু’বেলা বৈঠক করে নির্বাচন কমিশন। তবে এই বৈঠক বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কথা বলতে না দেওয়ার অভিযোগে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে তিনি বৈঠক বর্জন করেন। প্রসঙ্গত এর আগেও ৩০ আগস্ট ইভিএম কেনার বিরোধিতা করে তিনি ইসি বৈঠক বর্জন করেছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.