মুগ ডালের পিঠা

0

সিটিনিউজবিডি :  পিঠা পায়েশ পছন্দ করে না এমন বাঙালি কম পাওয়া যায় । বিশেষভাবে অতিথি আপ্যায়নে সেই বিলাসিতা পায় নতুন রূপ। পিঠা তৈরিতে আমাদের মেয়েদের যত শিল্প নৈপূণ্য আছে তার সবটুকু প্রমাণ করা চায়। এসব পিঠা যেমন দৃষ্টিনন্দন তেমন আবার খেতে মজাদার। আসুন আজ মুগ ডালের নকশি পিঠা শিখে নেয়া যাক।

যা যা লাগবে

ব্লেন্ড করা মুগ ডাল আধা কাপ, আতপ চালের গুঁড়া ২ কাপ, দুধ ১ কাপ, পানি আধা কাপ, এলাচ গুঁড়া সামান্য, ঘি ১ টেবিল-চামচ, তেল ২ কাপ।

সিরার জন্য

চিনি ১ কাপ, পানি ১ কাপ, দারুচিনি ৩ টুকরা, এলাচ গুঁড়া অল্প, দুধ ২ টেবিল চামচ, গোলাপ পানি ১ টেবিল চামচ।

যেভাবে করবেন

মিহি ডাল, দুধ ও পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এলাচ গুঁড়া আর চালের গুঁড়া দিয়ে দুই থেকে তিন মিনিট মৃদু আঁচে ভালোভাবে নাড়তে হবে। ঠাণ্ডা হলে হাতে ঘি নিয়ে খামির নরম করে মেখে নিতে হবে। প্রয়োজনে পানি দিয়েও মাখতে পারেন। তারপর যেকোনো ছাঁচে বা হাত দিয়ে নকশি করে পিঠা বানাতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.