প্রতিক্রিয়াশীলদের সাথে প্রগতিশীলদের সন্ধি হতে পারে না

0

চট্টগ্রাম :  সমাজ সেবক রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, কিছু মানুষ নিজেদেরকে প্রগতিশীল হিসেবে জনগণের কাছে উপস্থাপন করতে চায়। দেশি-বিদেশী নানা মহলের সাথে সুসম্পর্ক স্থাপন করে রাষ্ট্রের একটি শ্রেণীর কাছে তারা সুশীল সমাজ হিসেবে পরিচিত। এসব মানুষগুলো বিশেষ বিশেষ পরিস্থিতিতে নানা পট পরিবর্তনে সক্রিয় হয়ে উঠে। পদ-পদবীর জন্য, ক্ষমতার জন্য তারা নীতি-আদর্শ বিসর্জন দিতে এক মুহুর্তও চিন্তা-ভাবনা করেন না। সুযোগ-সুবিধা, ক্ষমতার জন্য তারা প্রগতিশীল প্রলেপ নিয়ে ঘুরে, বেড়ালেও ক্ষমতার জন্য এরা সব কাজই করতে পারেন। প্রকৃতপক্ষে প্রতিক্রিয়াশীলদের সাথে কখনোই প্রগতিশীলদের সন্ধি হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সাথে স্বাধীনতা বিরোধীদের সমঝোতা হতে পারে না। এবারের নির্বাচনে বহুরূপী এসব মানুষদেরকে হৃদয় থেকে বিসর্জন দিতে হবে।

দেওয়ানহাট শ্রীশ্রী দেওয়ানশ্বরী সার্বজনীন কালী মন্দিরে শারদীয় দূর্গোৎসবে মহাষ্টমীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাবু তমাল শর্মা চৌধুরী। সহ-সভাপতি বিশ্বজিৎ মজুমদার জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন। মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা বিনোদ বিহারী মজুমদার, সাধারণ সম্পাদক সুজন পাল, তুষার পালিত, বিষ্ণুপদ দেব, রুবেল মল্লিক, শুভ পাল, ডা: বিপ্লব দাশ, যাদব ধর।

সভাশেষে আলহাজ্ব ফরিদ মাহমুদ চট্টগ্রাম-১০ আসনের ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে হরিনাথ মন্দির, শ্রীশ্রী কালিমাতা ঠাকুরানী মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন। সভাপতি তরুণ দাশ, সাঃ সম্পাদক সাগর দাশ, সহ সভাপতি নেপাল দাশ, মন্দির কমিটির সভাপতি ননি গোপাল দাশ, সহ সভাপতি বাবলু দাশ, সারশ্বত কুঠির দূর্গা মন্দির সভাপতি নুপুর চৌধুরী, সাঃ সম্পাদক মিথুন চৌধুরী, শ্রীশ্রী হরি মন্দির সভাপতি দুলাল দাশ মাহজন, সাঃ সম্পাদক ডা. সুমন তালুকদার।

পরিদর্শন করে প্রতিটি মন্ডপে বক্তব্যকালে দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আরেকবার দেশ সেবার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান। ফরিদ মাহমুদ প্রতিটি মন্ডপে পদার্পণ করলে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানিয়ে ফুল ও মঙ্গল প্রদীপ দিয়ে বরণ করে নেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.