নভেম্বরের শুরুতেই জাতীয় নির্বাচনের তফসিল: ইসি সচিব

0

সিটি নিউজ ডেস্ক :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী মাসের প্রথম সপ্তাহে ঘোষণা কর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার ১৮ অক্টোবরে রাজধানীর মিরপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, একাদশ জাতীয় নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে। ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হবে বলে আশা করছি। আর নভেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে ই্ইউ-এর ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা।

এতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন বৃটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.